keya cosশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানিটি ২১ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২ কোটি ৬০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ব্লক মার্কেটে মোট ৪ কোম্পানি লেনদেন করেছে। কোম্পানিগুলো মোট ৩৩ লাখ ২৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২০ কোটি ২৬ লাখ টাকা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ১১ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি আজ ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

গ্রামীণফোন ১ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২ কোটি ৫০ লাখ টাকা। তালিকার চতুর্থ স্থানে থাকা রেনেটা ২৫ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ২ কোটি ৮২ লাখ টাকা।