ific bank lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১ রাইট ছাড়বে কোম্পানিটি। যার ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০টাকা।

আর এ বিষয়ে সাধারণ শেয়ার হোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নিবে আইএফআইসি ব্যাংক। আর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর রাইট সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।