rupali bankশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্যাংক খাতের কোম্পানি রূপালি ব্যাংকের শেয়ারে। আজ  কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪.০৪ শতাংশ। বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রবিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার রূপালি ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৮.৫ টাকা। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ২৪.৫ টাকায়। দিনের মধ্যে শেয়ারটির দরসীমা ছিল ২৪.২ টাকা থেকে ২৫.৩ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে—পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাষ্ট্রিজের ৫.৪৫ শতাংশ, ঝিল বাংলা সুগার মিলসের ৪.৬০ শতাংশ, অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ,

ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.০৮ শতাংশ, বিআইএফসি’র ৩.৮০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.৫৪ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৩.৩৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩.২৮ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।