dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দিনভর সুচকের উঠানামার মধ্যে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

আজ ডিএসই সিএসইতে পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৬ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ কোটি ৫৮ লাখ টাকা।

তবে আজ ডিএসইর প্রধান সূচক কমলেও বেড়েছে অন্য দুটি সূচক। আর সিএসইতে বেড়েছে সব সূচক। এদিন ডিএসইএক্স কমেছে মাত্র ৩ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৭ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ এসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭ কোটি ৪৭ লাখ টাকা।

dse index 31-5আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ১২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, সামিট অ্যালায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক এবং ইবনে সিনা।

অন্যদিকে আজ সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৮৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ১১ লাখ টাকার বেশি।

আজ সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১২৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ ‍সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, তিতাস গ্যাস, আমান ফিড, ফ্যামিলি টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, খান ব্রাদার্স পিপি ওভেন, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।

Share Barta 24 | Latest Share News