janata ins lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে কোম্পানির ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, কোম্পানিটি ক্যাটাগরি ধরে রাখার জন্য নামমাত্র ডিভিডেন্ড দিয়েছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৬৭ টাকা।

কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। আর এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে। এজিএমর স্থান ও সময় পরবর্তিতে জানানো হবে বলে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়।