rokobur rahmanশেয়ারবার্তা ২৪ ডটকম ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা সংকট কোনভাবেই কাটছে না। আস্থা সঙ্কটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রয় চাপে তলানিতে পৌঁছেছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর। এতে করে কোনভাবেই বাজারে স্থিতিশীলতা ফিরে আসছে না। ফলে পতনের কবল থেকে বেরুতে পালছে না পুঁজিবাজার।

এসব কারণে প্রতিদিনই মূলধন হারাচ্ছে ক্ষুদ্র নিয়োগকারীরা। বাজারের এ অবস্থা দূর করা সম্ভব না হলে বিনিয়োগে আস্থা হারাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজার-সংশ্লিষ্টদের মতে, অর্থনীতির প্রাণ পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরাতে প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বিনিয়োগকারীদের বাজারে ফিরানো।

 নিচে বিনিয়োগকারীদের আস্থা সংকট প্রসঙ্গে রকিবুর রহমানের টকশো দেখতে ক্লিক করুন