balishশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: আমাদের অনেকেরই ঘুমানোর সময় নাক ডাকার সমস্যা আছে। অল্পবিস্তর ত্বকের সমস্যাও আছে সবার। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা মনে হয় রিঙ্কেল (চামড়া কুচকে যাওয়া)। একটু বয়স হলেই এর ছাপ পড়তে শুরু করে। এর হাত থেকে মুক্তি পাওয়া খুবই  কঠিন। তবে এবার রিঙ্কেলের হাত থেকে মুক্তির প্রতিশ্রুতি দিচ্ছে একটি বালিশ। কেবল তাই নয়, এই বালিশ ভূমিকা রাখবে নাক ডাকা বন্ধেও।

রিঙ্কেল কমানোর জন্য সবচেয়ে বড় ওষুধ হলো ঘুম। সারা দিনের ক্লান্তির পর অন্তত সাত থেকে আট ঘণ্টা টানা ঘুম খুবই জরুরি। ঘুম সঠিক না হলেই দেখা দেয় নানা রকম সমস্যা। দেখা দিতে পারে চোখের নিচে কালি। এমনকি রিঙ্কেলও দেখা দেয় এ কারণে।

রিঙ্কেলমুক্ত ত্বকের জন্য বিশেষ ধরনের বালিশ এনেছে একটি সংস্থা। এই বালিশটার দুটি দিক ইংরেজি অক্ষর ‘সি’-এর মতো। কিন্তু সাধারণ বালিশের সঙ্গে এই বালিশের তফাত্টা কী? নির্মাতারা বলছেন, এই ‘সি’ আকৃতির বালিশের সঙ্গে চোখ, চোয়াল এবং গাল বিশেষভাবে লেগে থাকবে। এর ফলে ঘুম হবে খুব ভালো। নাক ডাকার প্রবণতা যাঁদের আছে, তাঁরাও এই বালিশ ব্যবহার করতে পারেন। এর ফলে নাক ডাকাও কমে যাবে। সূত্র : জিনিউজ।