পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানির তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন অনুয়ারী অধিকাংশ কোম্পানির শেয়ার প্রতি ইপিএস বেড়েছে। তবে কয়েকটি কোম্পানির তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন অনুয়ারী ইপিএস কমেছে। আজ ডিএসই ওয়েবসাইটে ২১ কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুয়ারী এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ন্যাশনাল টি, আর্গন ডেনিমস, লিগ্যাসি ফুটওয়্যার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আর এন স্পিনিং, গ্লোবাল ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, বাংলাদেশ ল্যাম্পস, সিঙ্গার বিডি, পূবালী ব্যাংক, জিবিবি পাওয়ার, সোনারগাঁও টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, আইসিবি ইসলামী ব্যাংক, এমজেএল বিডি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার টেক্সটাইল।

ন্যাশনাল টি: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৫ পয়সা। যা আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৫৭  শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৮ দশমিক ৯৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫,সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বও ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৪ টাকা ৮৭ পয়সা।

আর্গন ডেনিমস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩৩  শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৮৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ সেপ্টেম্বও ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৮৪ পয়সা

লিগ্যাসি ফুটওয়্যার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। যা আগের বছরের তুলনায় ৫০% শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ০২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৫ পয়সা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক:  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। যা আগের বছরের তুলনায় ৬৬  দশমিক ৬৭ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ০৯ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর ১৫) ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ৫৪ পয়সা।

সাউথইস্ট ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ২৫ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ৬৯ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর ১৫) ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ২ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৪৬ পয়সা।

আর এন স্পিনিং: আর এন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৪ পয়সা। যা আগের বছরের তুলনায়  ৮৫ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স: বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। যা আগের বছরের তুলনায়  ৪৫০ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ০২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭৬ পয়সা।

অ্যাপেক্স ফুটওয়্যার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৬৭ পয়সা। যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ২৮ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৯ টাকা ০৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১৫ টাকা ৩৬ পয়সা।

ন্যাশনাল ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। যা আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ০৮ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকর (জুলাই ১৫ সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর ১৫) ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৭ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। যা আগের বছরের তুলনায় ৫৬ দশমিক ৬৬ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর ১৫) কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬১ পয়সা।

বাংলাদেশ ল্যাম্পস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৬৯ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৯ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১– সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫– সেপ্টেম্বর,১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ২ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮৫ পয়সা।

সিঙ্গার বিডি: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৮ পয়সা। যা আগের বছরের তুলনায় ১০২ দশমিক ৪৭ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬২ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি,১৫ – সেপ্টেম্বর,১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ১৩ পয়সা।

পূবালী ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। যা আগের বছরের তুলনায় ৮ হাজার ৯০০ শতাংশ বেশি। আগের বছর একই সময় ব্যাংকটির ইপিএস ছিল ০১ পয়সা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর  ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর ১৫) ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ২ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৮৭ পয়সা।

জিবিবি পাওয়ার: জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৮৬ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৮ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ – সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৯৬ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির  লোকসান ছিল ১৮ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৬৩ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড লোকসান হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকটির  লোকসান ছিল ৩৬ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) ব্যাংকটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ২৪ পয়সা।

ইন্টারন্যাশনাল লিজিং: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড লোকসান হয়েছে ১ টাকা। আগের বছর একই সময় প্রতিষ্ঠানটির ইপিএস ছিল ৩১ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি কনসোলিডেটেড লোকসান করেছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি লোকসান ছিল ০৭ পয়সা।

আইসিবি ইসলামী ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ার প্রতি লোকসান করেছে ০৯ পয়সা। আগের বছর একই সময় ব্যাংকটির লোকসান ছিল ১৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫  সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান করেছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান ছিল ৫৩ পয়সা।

এমজেএল বিডি: এমজেএল বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। যা আগের বছরের তুলনায় ৪৮ দশমিক ২৫ শতাংশ কম। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ দশমিক ১৪ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই ১৫ সেপ্টেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি ১৫ সেপ্টেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৩৩ পয়সা।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পপুলার লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী প্রিমিয়াম আয় কমেছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ড ১ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা কমে ফান্ডের আকার সর্বমোট ২ হাজার ৮০০ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা হয়েছে। যা আগের বছর একই সময়ে লাইফ ফান্ড ২৪০ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা বেড়ে ফান্ডের আকার হয়েছিলো ২ হাজার ৭১৯ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা। এদিকে গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ১৫) এ কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৩৬ কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা। যা আগের বছরে একই সময়ে প্রিমিয়াম আয় বেড়েছিলো ৯২ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা।

স্কয়ার টেক্সটাইল: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত (জানুয়ারি-সেপ্টেম্বর ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ইপিএস কমেছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিকে স্কয়ার টেক্সটাইলের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা, শেয়ার প্রতি কার্যকারী নগদ প্রবাহের সমন্বিত পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ৬.২২ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৪১.৮৪ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা, এনওসিএফপিএস ছিল ৫.৭২ টাকা এবং ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে এনএভিপিএস ছিল ৩৯.৯৩ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.২৭ টাকা। গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর ১৫) এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৬ টাকা। যা আগের বছরে একই সময়ে সমন্বিত আয় ছিল ১.০৯ টাকা।

শহিদুল ইসলাম