এক নজরে ১২ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মুনাফা বেড়েছে ৫ কোম্পানির। অন্যদিকে মুনাফা কমেছে ৬ কোম্পানি। এছাড়া লোকসানে ১টি কোম্পানি। কোম্পানিগুলো হলো:
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৮ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৩ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৩১ পয়সা।
সিটি জেনারেল ইন্সুরেন্স লিমিটেড: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৯ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৩ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৭৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১২ টাকা ৪৭ পয়সা।
রবি আজিয়েটা: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৩১ পয়সা।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা।অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ১৪ পয়সা।
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা।অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২০ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৮ পয়সা।
এনআরবিসি ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে দশমিক তিন পয়সা। গত বছর একই সময়ে ২৯ পয়সা আয় হয়েছিল। আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ৭৩ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৮ টাকা ৩৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ১২ টাকা ৫২ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৬৭ পয়সা।
ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে ৭৬ পয়সা লোকসান হয়েছিল। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৩ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির লোকসান ১ টাকা ০৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৩৮ পয়সা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৬ পয়সা।
ইস্টার্ন ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ২ টাকা ২ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৪৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১২ টাকা ৭৯ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৭ টাকা ৭১ পয়সা।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। গত বছর একই সময়ে ৮৬ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা।
গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৬৯ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩০ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ২৫ পয়সা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা।
আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮২ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৫৩ পয়সা।
কর্ণফুলী ইন্স্যুরেন্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৮ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা।
আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৬ পয়সা।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৭ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৫৭ পয়সা (রিস্টেটেড)।

