শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪৩টি কোম্পানির মধ্যে ৩৮টি কোম্পানি ২০২৫ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্যে জানা গেছে। তবে ৩৮ টি কোম্পানির মধ্যে প্রথম প্রান্তিকে ২০টি বীমা কোম্পানি মুনাফা বেড়েছে। এর মধ্যে মুনাফায় চমক দেখিয়েছে ৫ কোম্পানি। কোম্পানিগুলো হলো: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৮১ পয়সা। আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ২৫ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৬৪ পয়সা। আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৩ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৮৫ পয়সা। আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৫ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৪ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৮৩ পয়সা। আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১১ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫৮ পয়সা। আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৫ পয়সা।