ছয় মাসে মুনাফা থেকে বড় লোকসানে ১৪ কোম্পানী

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৪ কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা থেকে বড় লোকসানে। কোম্পানিগুলো হলে: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট, দেশ গার্মেন্টস, ওরিয়ন ফার্মা লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, মেঘনা সিমেন্ট মিলস, বিবিএস ক্যাবলস, ইনটেক অনলাইন, আমান কটন ফাইবার্স, আমরা টেকনোলজিস, রহিমা ফুড কর্পোরেশন, সিলভা ফার্মা ও জেমিনি সি ফুড। ডিএসই ও কোম্পানি সূত্রে জানা গেছে।
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি): কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৯ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৪৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫০ টাকা ৩৮ পয়সা।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ০৯ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৫ টাকা ৭২ পয়সা।
সি পার্ল বিচ রিসোর্ট: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৬ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ০৮ পয়সা
দেশ গার্মেন্টস: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছিল ৯ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ১২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫০ পয়সা।
ওরিয়ন ফার্মা লিমিটেড: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪৭ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই, ২৪-ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) লোকসান হয়েছে ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৮৯ টাকা ৮২ পয়সা।
ইস্টার্ন ক্যাবলস লিমিটেড: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৪২ টাকা ৪৯ পয়সা।
মেঘনা সিমেন্ট মিলস: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯.৪৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৩০ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.১৮ টাকায়।
বিবিএস ক্যাবলস পিএলসি: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ১২ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৬৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ২১ পয়সা লোকসান হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৩৮ পয়সা।
ইনটেক অনলাইন: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৪৪ পয়সা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি ১৯ পয়সা লোকসান হয়েছে, গত বছরের একই সময়ে ৩৪ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর-২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ২৬ পয়সা।
আমান কটন ফাইবার্স: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.০২ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। কোম্পানির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.০৫ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৯৬ টাকায়।
আমরা টেকনোলজিস: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.০৪ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। কোম্পানির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.২৩ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৯৯ টাকায়।
রহিমা ফুড কর্পোরেশন: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৩৪ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। কোম্পানির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ০.৫৩ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯.১০ টাকায়।
সিলভা ফার্মা: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৬ টাকা। এতে করে লোকসান বেড়েছে ০.১৩ টাকা। কোম্পানির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে লোকসান ছিল ০.১২ টাকা। এতে করে কো মুনাফা বেড়েছে ০.৩১ টাকা। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.০২ টাকায়।
জেমিনি সি ফুড: কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৭১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৩.৭৩ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। কোম্পানির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.৯৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৪.২৮ টাকা। এতে করে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। গত ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৬৭ টাকায়।