টানা ছয় কার্যদিবস পর ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, লেনদেনে ভাটা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টানা ছয় কার্যদিবস দরপতন হওয়ার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইর সূচকের বাড়লেও লেনদেনে ভাটা দেখা দিয়েছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে গত ১০ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।
মুলত কয়েকটি বড় মুলধনী ও ব্যাংক খাতের শেয়ারে ভর করে সূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বর্তমান পুঁজিবাজারে মুল সমস্যা তারল্য ও আস্থা সংকট। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার চ্যালেঞ্জ বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনা। কারণ শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পার হলেও এখন পর্যন্ত বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল বাজার ফিরে পায়নি।
বরং গত এক মাসের দরপতনে অধিকাংশ শেয়ারের ৩০-৩৫ শতাংশ পুঁজি উধাও হয়ে গেছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরিয়ে আনা মুল চ্যালেঞ্জ। তা না হলে বিনিয়োগকারীরা বড় ক্ষতির সম্মুখীন হবে। তেমনি বিনিয়োগকারীরা বাজারবিমুখ হয়ে পড়বে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতি ও অনিয়মের রাঘব বোয়ালদের অস্বাভাবিক সেল প্রেসার এখন প্রায় শেষ হওয়ার পথে। এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অস্বাভাবিক সেল প্রেসারের উৎস খুঁজতে তৎপর হয়েছেন। এসব কারণে পুঁজিবাজারে অস্বাভাবিক সেল প্রেসার কিছুটাকমে গেছে। যে কারণে টানা ছয় কার্যদিব দরপতনের বৃত্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩ টির, দর কমেছে ৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। ডিএসইতে ৫৬২ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৮ কোটি ৬৩ লাখ টাকা কমে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৩৫ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১২৭ পয়েন্টে। সিএসইতে ২২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৬ টির দর বেড়েছে, কমেছে ১০০ টির এবং ৩১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।