শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর দেশের পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ভোটের পর প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও টানা ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক কোম্পানির। পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি। এমন ইতিবাচক বাজারে বেড়েছে বাজার মূলধন।

গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দেড় হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। সেই সঙ্গে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩২ শতাংশের বেশি। আর প্রধান মূল্য সূচক বেড়েছে ৩৫ পয়েন্টের বেশি। গত সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন ৩ হাজার ৭৫৮ কোটি ১১ লাখ টাকা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ৩৪১ কোটি টাকা বা ১৫.৫৪ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ৭০৬ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৬৩৭ কোটি ২৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৩৪১ কোটি ৭৪ লাখ টাকা বা ১৫ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.০৬ পয়েন্ট বা ০.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬.৭৬ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে বেড়েছে বাজার মূলধনের শীর্ষ ৩০ সূচক ১১.৮০ পয়েন্ট বা ৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১২৯.৭১ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক ১২.৩৭ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৮.২৯ পয়েন্টে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৯টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪১.২২ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০৬.৩৫ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে সিএসইতে ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ২৭৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৩ লাখ ৫২ হাজার ৯৫০ টাকার । অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩২৬ টাকা বা ৫৬.১২ শতাংশ বেড়েছে।

আলোচ্য সপ্তাহে সিএসইতে ২৮৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ৬৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩৫টির কোম্পানির। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৭০৮ কোটি ৩২ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ৭৬০ কোটি ৩৮ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ৫২ কোটি ৫ লাখ টাকা বেড়েছে।