এক নজরে ৮ কোম্পানির প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। তবে পাঁচ কোম্পানির মধ্যে মুনাফায় চমক দেখিয়েছে সিমেন্ট খাতে ক্রাউন সিমেন্ট এবং প্রকৌশল খাতের বিএসআর এম স্টিলস লিমিটেড। কোম্পানি দুটো লোকসান থেকে বড় মুনাফায় ফিরছে। এছাড়া দুটো কোম্পানি মুনাফা থেকে লোকসানে ফিরছে।
কোম্পানিগুলো হলো: বিএসআরএম স্টিলস লিমিটেড , ক্রাউন সিমেন্ট পিএলসি লিমিটেড, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিম, আর্গন ডেনিমস লিমিটেড, আনলিমা ইয়ার্ন লিমিটেড এবং ন্যাশনাল টি লিমিটেড।
অগ্নি সিস্টেমস লিমিটেড: অগ্নি সিস্টেমস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৮ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪২ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ২৩ পয়সা।
বিএসআরএম স্টিলস লিমিটেড : বিএসআরএম স্টিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৯৩ পয়সা লোকসান দিয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪ টাকা ৮৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৯৩ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৫৪ পয়সা।
ক্রাউন সিমেন্ট লিমিটেড: ক্রাউন সিমেন্ট পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৬ পয়সা লোকসান হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৯৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৫৪ পয়সা।
ইভিন্স টেক্সটাইল: ইভিন্স টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ০১ পয়সা।
গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩৬ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬৫ পয়সা।
তৌফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইস-ক্রিম: তৌফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইস-ক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ২৫ পয়সা।
আর্গন ডেনিমস: আর্গন ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৪২ পয়সা।
আনলিমা ইয়ার্ন লিমিটেড : আনলিমা ইয়ার্ন লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ঊচঝ) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ০.০১ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৬ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ২৭ পয়সা।
ন্যাশনাল টি লিমিটেড : ন্যাশনাল টি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ঊচঝ) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ১৬ টাকা ৭৮ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৯ টাকা ১১ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২ টাকা ০৭ পয়সা।