শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬২ শতাংশই রিজার্ভে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এডিএন টেলিকমের সমাপ্ত বছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৪ টাকা হিসেবে ২৫ কোটি ৮৬ লাখ টাকার মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ৯ কোটি ৭০ লাখ টাকা বা মুনাফার ৩৭.৫১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করবে। বাকি ১৬ কোটি ১৬ লাখ টাকা বা ৬২.৪৯ শতাংশ রিজার্ভে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগের বছর কোম্পানিটির পর্ষদ শেয়ারপ্রতি ২.৫৯ টাকা বা নিট ১৬ কোটি ৭৬ লাখ টাকা মুনাফার বিপরীতে ১০ শতাংশ হিসেবে ৬ কোটি ৪৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা মুনাফার তুলনায় ছিল ৩৯ শতাংশ। বাকি ৬১ শতাংশ রিজার্ভে রেখেছিল।