শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা কারেকশনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বিমা খাতের শেয়ারের প্রফিট টেকিংয়ের হিড়িক থাকলেও দর বাড়ছে খাদ্য ও আনুষঙ্গিক, প্রকৌশল, আইটিসহ বিবিধ খাতের শেয়ারের দাম। ফলে বেশ কিছুদিন পর খাদ্য ও প্রকৌশল খাতের শেয়ারে হঠাৎ বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে।

ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক পতন থেকে রক্ষা পেয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে মাত্র দশমিক ৪৪ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। ডিএসইতে সূচক সামান্য কমলেও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫টির, কমেছে ৪৭টির দাম। ফলে বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে ৫৩টির বা ৯৩ শতাংশের শেয়ার দর কমেছে।

অপরদিকে খাদ্য খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৩টির দাম। প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির, বিপরীতে কমেছে দুটির আর অপরিবর্তিত রয়েছে ২৯ কোম্পানির শেয়ার। আইটি খাতের ১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮টির, কমেছে দুটির আর অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর দেওয়া তথ্য মতে, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩১০.৬২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১.৮৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬১.৬৩ পয়েন্টে এবং দুইহাজার ১৪০.৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৩ কোটি ১১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৬৬ লাখ টাকা। এদিন পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭২.১১ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স ৪.৭১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১.৭৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৪৪ পয়েন্ট এবং সিএসআই ১.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৬৩.৭২ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৩.৮৬ পয়েন্টে, একহাজার ৩০৮.১১ পয়েন্টে এবং একহাজার ১৬৯.৫১ পয়েন্টে। আজ সিএসইতে ১৬০টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ২৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।