শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভা শেষে কোম্পানিগুলো ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থ বছরের বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দিবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি দুটির মধ্যে রয়েছে: ইউনিক হোটলে এবং কৃষিবিদ সীড লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের বোর্ড সভা আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কৃষিবিদ সীডের বোর্ড সভা আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে সর্বশেষ ৩০ জুন ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।