শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭৫৭ বারে ৩৬ লাখ ৯৫ হাজার ১০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯ লাখ টাকা।

এদিকে মালিকনা পরিবর্তন ও উৎপাদনে ফেরার খবরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মিরাকল ইন্ডাস্টিজ্রের শেয়ার নিয়ে। কোম্পানিটির মালিকনা পরিবর্তন ও উৎপাদনে ফেরার খবর দেওয়ার আগেই কোম্পানিটির শেয়ার দরে যেন আগুন লেগেছে। তারপর মালিকানা পরিবর্তন ও উৎপাদনে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। প্রতিদিনই শেয়ারটি বাড়ছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটির শেয়ার নিয়ে যে কারসাজি হচ্ছে, তা খালি চোখেই দেখা যায়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার কাছে অত্যাধুনিক যন্ত্রপাতি থাকার পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কিছুই দেখতে পারছেন না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কারসাজিকারীরা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা একাকার হয়ে গেছেন। পুঁজিবাজারে কারসাজি দেখার মতো যেন কেউ নেই।

অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেড। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৮৮ বারে ৬ লাখ ৭৩ হাজার ৩৫২ টি শেয়ার লেনদেন করে।