শেয়ারবার্তা ২৪ ডটকম: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ফু-ওয়াং ফুড লিমিটেড।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আলোচ্য সপ্তাহে ৮৯ কোটি টাকার বেশি মূল্যের শেয়ার কেনাবেচা করেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৫০ শতাংশ কমেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ফু-ওয়াং ফুডসের ৩ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ৮৫৯টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৮৯ কোটি ৩২ লাখ টাকা। তাতে কোম্পানিটি বিদায়ী সপ্তাহের লেনদেনে শীর্ষস্থান দখল করেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট ৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৭৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ৪০ কোটি ৫১ লাখ, জেমিনি সি ফুডের ৪০ কোটি ০৭ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৪ কোটি ৬৮ লাখ, রূপালী ইন্স্যুরেন্সের ৩৩ কোটি ২৫ লাখ, খান বাদ্রার্সের ৩২ কোটি ৩৭ লাখ, রংপুর ডেইরির ৩২ কোটি ১০ লাখ এবং এমারেল্ড অয়েলের ২৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।