শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের চার কোম্পানি লভ্যাংশ ও ইপিএস ঘোষণার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফার্স্ট ফাইন্যান্স এবং বিআইএফসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ১৩ আগস্ট বিকাল ৩টায়, ফারইস্ট ফাইন্যান্সের ১৭ আগস্ট বিকাল ৩টায়, ফার্স্ট ফাইন্যান্সের ১৬ আগস্ট বিকাল ৪টায় এবং বিআইএফসির বোর্ড সভা ১৭ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ফাস ফাইন্যান্স ও ফার্স্ট ফাইন্যান্সের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

আর ফারইস্ট ফাইন্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট ও বিআইএফসির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।