শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের শেয়ার নিয়ে এ কী কান্ড! ব্যাংকটির শেয়ার তিন কার্যদিবস ধরে শেয়ার বিক্রেতা উধাও পর আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ক্রেতা শুন্য দেখা যায়। ফলে কারসাজি চক্রের ইচ্ছায় যে ভাবে শেয়ারটির উত্থান ঘটছে, ঠিক তেমনি কারসাজি চক্রের ইচ্ছায় সেভাবে দরপতন ঘটছে। এ ভাবে কী পুঁজিবাজার স্থিতিশীল হতে পারে এমন প্রশ্ন এখন বিনিয়োগকারীদের মুখে মুখে।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বর্তমান পুঁজিবাজারে চলছে ওপেন কারসাজি। নিয়ন্ত্রক সংস্থার নিরব আচরনের ফলে কারসাজি চক্র যা ইচ্ছা তাই করছে। ফলে পুঁজিবাজারের অস্থিতিশীল আচরন বিরাজ করছে। দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে বাজার আজ ভাল তো কাল খারাপ। এ অবস্থার মধ্যে দিনের পর দিন পুঁজিবাজার পার করছে।

এদিকে বেশ কিছুদিন ধরে সূচকের কারসাজি ঘটিয়ে একটি চক্র দুর্বল মৌল ভিত্তি শেয়ার নিয়ে হরহামেশা কারসাজি করে যাচ্ছে। এই চক্রটি এতটাই শক্তিশালী যে নিয়ন্ত্রক সংস্থাকে তোয়াক্কা করছে না। ফলে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার যে ভাবে উত্থান হচ্ছে, ঠিক সেভাবে পতন হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাজারের বিষয় জোরালো পদক্ষেপ না নিলে বাজারের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বাজার বিশ্লেষকরা।

খোদ অভিযোগ রয়েছে, সম্প্রতি বাজারের কারসাজি চক্রের মুল হোতারা মিডল্যান্ড ব্যাংক শেয়ারটি নিয়ে কারসাজি করেছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ রয়েছে।

এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৮৫৬ বারে ১ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন করেছে।