শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বিমা খাতের শেয়ারের বিক্রির চাপে সূচকের বড় দরপতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন দাম বাড়ার চেয়ে কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের। তবে যথারীতি এদিনও প্রায় ২০০ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। ফলে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

সূচক পতনের দিনে ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়েছে। যা চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। এর আগের দিন রোববার সর্বোচ্চ লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এদিন পৌনে ১২শ কোটি টাকার মধ্যে বিমা খাতের ৫৭টি শেয়ারে লেনদেন হয়েছে ২৯৯ কোটি ৩২ লাখ টাকার বেশি। অর্থাৎ প্রায় ৩০০ কোটি টাকা।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, দর কমেছে ১১১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৭ টির।

ডিএসইতে ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৮ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ পয়েন্টে। সিএসইতে ২৪৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪ টির দর বেড়েছে, কমেছে ৫৭টির এবং ১০৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।