শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন ৯০৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ২১০ টাকার বা ২৪.৬৩ শতাংশ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ২৫৬ টাকা।

আর শেষ দিন বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ ১ হাজার ৬৪৭টাকা। অর্থাৎ মূলধন বেড়েছে ১ হাজার ৯২২ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৩৯১ টাকা। তবে এর আগের সপ্তাহে বেড়েছিল ৪ হাজার ৫৩১ কোটি ১১ লাখ ৬২ হাজার ৮৮৫ টাকা। এতে গত দুই সপ্তাহে বিনিয়োগকারীদের মূলধন বাড়ল সাড়ে ৬ হাজার কোটি টাকা। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ৭১ গুন বেশি হয়েছে।

এদিকে গত সপ্তাহে শেয়ার ক্রয়ের আগ্রহ ছিলো ৭ কোম্পানির শেয়ারে। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৭ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো: রূপালী লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সী ফুড, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং সী-পার্ল হোটেল। সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর লেনদেন বাড়ার পাশাপাশি শেয়ারের দর বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গত ১০ অক্টোবর পুঁজিবাজারে সরকারি বন্ডের লেনদেন শুরু হয়। এরপর ডিএসইতে ২৫০ বন্ডের লেনদেন হয়। এতে ডিএসইর শেয়ারবাজার মূলধন ২ লাখ ৫২ হাজার ২৬৩ কোটি ১৩ লাখ টাকা বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ টাকায় দাঁড়িয়েছিল। এরপর গত ২৭ অক্টোবর শেয়ারবাজার মূলধন কমে দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা।

গত সপ্তায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৫৮৫ কোটি ৮৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৭৯ কোটি ৬৮ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯০৬ কোটি ১৮ লাখ টাকা বা ২৪ দশমিক ৬৩ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯১৭ কোটি ১৭ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৯৩ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ২০২টি কোম্পানির। লেনদন হয়নি ১৩টি কোম্পানির শেয়ার। সপ্তাহে সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়। এক সপ্তাহে ব্যবধানে ডিএসইএক্স ৩৫ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩২৫ দশমিক ৭৩ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৯৮ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ৩৭০ দশমিক ৭৮ পয়েন্টে। এদিকে গেল সপ্তাহের শেষে (বৃহস্পতিবার) ডিএসইর পিই রেশিও অবস্থান করে ১৪ দশমিক ৫৫ পয়েন্টে। আগের সপ্তাহের শেষে (বৃহস্পতিবার) পিই রেশিও দাঁড়িয়েছিল ১৪ দশমিক ৫৩ পয়েন্ট ছিল।