শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ করেছে। তবে কোম্পানি দুটোর মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে। নিচে কোম্পানি দুটোর প্রথম প্রান্তিকের ইপিএস তথ্য তুলে ধরা হলো:

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড : নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ৮৫ পয়সা।

ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড: ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটি মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ পয়সা। ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩২ পয়সা।