শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত ইস্যুতে করা আপিল বাতিল করেছে হাইকোর্ট। হাই কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের সভাপতিত্বে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। এছাড়া দ্রুত সম্ভব এই আদেশের অনুলিপি প্রাপ্তির তারিখ থেকে দুই মাসের মধ্যে রুলটি শুনানি ও নিষ্পত্তি করার জন্যেও নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, আমরা উভয় পক্ষের আইনজীবীদের কথা শুনেছি এবং হাইকোর্ট বিভাগের অপ্রকৃত আদেশ এবং রেকর্ডে থাকা অন্যান্য উপকরণগুলি পর্যবেক্ষণ করেছি। শুনানির পর আমরা মনে করি যে ন্যায়বিচারের শেষটি সর্বোত্তমভাবে পরিবেশিত হবে যদি বিধিটি নিজেই হাইকোর্ট বিভাগ মেধার ভিত্তিতে নিষ্পত্তি করে।

গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে একটি রিট (রিট নম্বর: ১৩৭৪৯) দায়ের রেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল।

রিটের আলোকে গত ১৬ নভেম্বর শেয়ারবাজারের এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।