শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ হওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের তিন প্রান্তিক বা ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর‘২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএসছিল ৫২ পয়সা।

চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৮ টাকায়।

এন ক্যাটাগরিভক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : ” ICICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৬। কোম্পানিটির লেনদেন শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর রোববার।