শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির শেয়ার থেকে নিজেদের পুঁজি তুলেছেন বিদেশি বিনিয়োকারীরা। যার কারণে এই সাত কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ চলতি বছরের অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে কমেছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে। সাত কোম্পানির মধ্যে রয়েছে: বিএসআরএম লিমিটেড, সিটি ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, ডিবিএইচ, মোজাফ্ফর হোসেন স্পিনিং, নাভানা ফার্মা এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বিএসআরএম লিমিটেড: কোম্পানিটিতে অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৭.৪৯ শতাংশ। ৩০ নভেম্বর কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৭.৪৮ শতাংশে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০.০১ শতাংশ।

সিটি ইন্সুরেন্স: কোম্পানিটিতে অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ০.১৭ শতাংশ। ৩০ নভেম্বর কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ০.১২ শতাংশে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০.০৫ শতাংশ।

ডিবিএইচ: কোম্পানিটিতে অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৮.২৪ শতাংশ। ৩০ নভেম্বর কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৮.২৩ শতাংশে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০.০১ শতাংশ।

ইস্টার্ন হাউজিং: কোম্পানিটিতে অক্টোবর মাসে ইস্টার্ন হাউজিংয়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৮.৫২ শতাংশ। ৩০ নভেম্বর কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৭.৮২ শতাংশে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০.৭০ শতাংশ।

মোজাফ্ফর হোসেন স্পিনিং: কোম্পানিটিতে অক্টোবর মাসে মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ০.১৫ শতাংশ। ৩০ নভেম্বর কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ০.০৪ শতাংশে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০.১১ শতাংশ।

নাভানা ফার্মা: কোম্পানিটিতে অক্টোবর মাসে নাভানা ফার্মায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৮.৩১ শতাংশ। ৩০ নভেম্বর কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ২৭.৭৪ শতাংশে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০.৫৭ শতাংশ।

সোস্যাল ইসলামী ব্যাংক: কোম্পানিটিতে অক্টোবর সোস্যাল ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১.৩১ শতাংশ। ৩০ নভেম্বর কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১.১৮ শতাংশে। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ০.১৩ শতাংশ।