শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামান্য সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও সামান্য বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬৭ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৩.৬৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.৬৫ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২০৭.২৩ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৩.৫৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১১ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৯ কোটি ৩৫ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৯৭ লাখ টাকার। ডিএসইতে আজ ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৩টির বা ১৩.৭৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৮টির বা ৮.৯৭ শতাংশের এবং ২৪১টির বা ৭৭.২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭.২৯ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৫১.৭২ পয়েন্টে। সিএসইতে আজ ১১৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ২৩টির আর ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।