শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই  কোম্পানি (ডেসকো) লিমিটেড সমাপ্ত হিসাববছরের (৩০ জুন, ২০২২) জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে।

কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের বছর (২০২১) ইপিএসের পরিমাণ ছিল ১ টাকা ৮১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৪ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।