শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করছে। ফলে কোম্পানিটি লভ্যাংশে বড় ধরনের চমক দেখিয়েছে। গত চার বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার গত ৩০ জুন ২০২১ অর্থবছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। জানা গেছে, সী পার্লের ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরে ছিল ০.৬১ টাকা।কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৭৭ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ বিতরণে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।