শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন করা হবে আগামী ৩ অক্টোবর সোমবার। এই উপল‌ক্ষে বিনিয়োগকারীদের সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

প্রতিষ্ঠানটির আয়োজনে বিনিয়োগ সপ্তাহ (৩-১১ অক্টোবর) উপলক্ষে আগাঁরগাও নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে ‘ইন‌ভেস্টর রিল‌া‌য়েন্স’ শীর্ষক অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন বাংলা‌দেশ ব‌্যাং‌কের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সভাপতিত্ব কর‌বেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন আ‌র্থিক প্রতিষ্ঠান বিভা‌গের স‌চিব শেখ মোহাম্মদ সে‌লিম উল্লাহ। বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করবে এএএম‌সিএমএফ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

১১ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করবে ঢাকা স্টক এক্স‌চেঞ্জ (ডিএসই) এবং ডি‌বিএ, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ একাডেমি অপর সিকিউরিটিজ মার্কেট বিআইসিএম এবং বাংলাদেশ মা‌র্চেন্ট ব‌্যাংকারস অ‌্যা‌সো‌সি‌য়েশন। এ ছাড়া ১২ অক্টোবর অনুষ্ঠান করবে অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ, এ‌সিআরএ‌বি, ১৩ অক্টোবর কর‌বে সি‌ডি‌বিএল এবং সি‌সি‌বিএল।