শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে অন্যতম বীমা খাত। এই খাতের ৫৩টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানির শেয়ারই অবস্থান করছে ফ্লোর প্রাইসে। যা বীমা খাতের মোট কোম্পানির ৪০ শতাংশ। ফলে বীমা খাতের শেয়ারে বিনিয়োগকারীদের অনাস্থা সৃষ্টি হয়েছে।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বীমা খাতের এই কোম্পানিগুলোর শেয়ারদর কোনভাবেই ফ্লোর প্রাইস অতিক্রম করতে পারছে না। যা এই কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের জন্য হতাশা জনক বরে মনে করছে বাজার সংশ্লিষ্টার।ফ্লোর প্রাইসে থাকা বিমা খাতের ২১টি কোম্পানির মধ্যে রয়েছে :

অগ্রণী ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স,

পাইওনির ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।