শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানির পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ফনিক্স ইন্সুরেন্স লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ইসলামী ইন্সুরেন্স লিমিটেড, রূপালী ইন্সুরেন্স লিমিটেড, সাউথবাংলা ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, বার্জার পেইন্টস লিমিটেড, ঢাকা ইন্সুরেন্স লিমিটেড এবং সানলাইফ ইন্সুরেন্স লিমিটেড।

ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ফনিক্স ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ইসলামী ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

রূপালী ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুলাই বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সাউথবাংলা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আইডিএলসি ফিন্যান্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

বার্জার পেইন্টস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সাউথইস্ট ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ৩০ জুলাই সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা ইন্সুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ জুলাই বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ দ্বিতীয় প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সানলাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৪ আগস্ট ২০২২ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের জন্য ডিভিডেন্ড ষোঘণা করবে।