শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে এসএমই মার্কেটের মূলধন ১ হাজার ৬৯৫ কোটি ২ লাখ টাকার বিপরীতে ২০২১-২২ অর্থবছরে মোট ৭৮৮ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়েছে। ১৩টি কোম্পানির শেয়ার কেনাবেচা বাবদ এই টাকা লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বিদায়ী বছরে ডিএসইর মূল মার্কেটে ২৪০ কর্মদিবসে মোট ৩ লাখ ১৮ হাজার ৭২০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। তার বিপরীতে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির শেয়ার লেনদেনের পৃথক প্ল্যাটফর্ম ‘এসএমই বোর্ড’ বা এসএমই বাজারে লেনদেন হয়েছে ৭৮৮ কোটি ৫২ লাখ টাকা। যা মূল মার্কেটের লেনদেনের দশমিক ২৫ শতাংশ।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মাত্র ৬টি কোম্পানি নিয়ে যাত্রা শুরু হওয়া এসএমই বাজারে বর্তমানে ১৩টি কোম্পানির লেনদেন হচ্ছে। দিন যতই যাচ্ছে এসএমই বোর্ডে নতুন নতুন কোম্পানি যুক্ত হচ্ছে, বাজারের আকার বাড়ছে। নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির অন্তত ২০ লাখ টাকার বিনিয়োগ আছে, তারাই এসএমই বোর্ডের আইপিওতে বিনিয়োগ করতে পারবেন এবং এসএমই বোর্ডে লেনদেন করতে পারবেন।