শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মার্কেট লিডার বা ভলিউম লিডারে নতুন করে উঠে এসেছে কেডিএস এক্সেসোরিজ এবং কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ মার্কেট মুভারে উঠে আসা দুই কোম্পানির মধ্যে একটির শেয়ার দর বাড়লেও কমেছে একটি কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কেডিএস এক্সেসোরিজ: আজ কেডিএস এক্সেসোরিজের শেয়ার লেনদেন হয়েছে ২১ লাখ ০২ হাজার ৪৩৪টি। যার বাজার মুল্য ছিলো ১২ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৮ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বেড়ে‌ছে ২ টাকা বা ৩.৩৭ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৯ টাকা ৩০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৬১ টাকা ৩০ পয়সায়।

কাসেম ইন্ডাস্ট্রিজ: আজ কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ১৩ লাখ ৪৪ হাজার ১১৪টি। যার বাজার মুল্য ছিলো ৯ কোটি ০১ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৯ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর কমেছে ৬০ পয়সা বা ০.৯০ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৬ টাকা ৬০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৬৬ টাকায়। ‌