শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, সার্বিকভাবে প্রস্তাবিত বাজেট (২০২২-২৩) বস্ত্র খাতের জন্য বিনিয়োগবান্ধব। এর ফলে আগামী দিনে এই খাত আরো উন্নতির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তবে বিটিএমএ মনে করে, কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে রপ্তানির ওপর ১ শতাংশ উৎস কর কর্তনে রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ পড়বে।

তিনি বলেন, বাজেটে সব রপ্তানি খাতের জন্য ১২ শতাংশ হারে বাণিজ্যিক বা করপোরেট কর নির্ধারণের প্রস্তাব দিয়েছে সরকার। এ ছাড়া শিল্প খাতকে এগিয়ে নিতে আরো তিন বছরের জন্য বিদ্যমান করহার ১৫ শতাংশ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ ধরনের রপ্তানিবান্ধব উদ্যোগ অন্যান্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে। ফলস্বরূপ, বৈদেশিক মুদ্রায় অর্থ প্রদানের ভারসাম্যের ঘাটতি হ্রাস পাবে।