শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির শেয়ার দর বেড়েছে। আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসিআই ফরমুলেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

দেখা যায়, আগের কার্যদিবস সোমবার (৯ মে) এসিআই ফর্মুলার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৬ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ২০৪ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বঙ্গজের ৯.৯৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯.৬০ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৯.৫৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৫৮ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৭.৭৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.৮৯ শতাংশ, আইএফআইএল-১ম মিউচুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৯৬ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৮৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।