শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পতনের ধারা থেকে বেড় হয়ে সুবাতাস বইছে ভারতের পুঁজিবাজারে। এতে সূচক যেমন বেড়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। বুধবার দিনে শেষে ভারতের পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ২ শতাংশ। একই সাথে ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ও ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সবচেয়ে বেশি।

দিন শেষে এসএন্ডপি সেনসেক্স বেড়েছে ১,০৩৯.৮০ পয়েন্ট বা ১.৮৬ শতাংশ। বর্তমানে এসএন্ডপি সেনসেক্স ৫৬,৮১৬.৬৫ পয়েন্টে অবস্থান করছে। একই সাথে নিফটি-৫০ ৩১২.৩৫ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে ১৬,৯৭৫.৩৫ পয়েন্টে অবস্থান করছে।

ভারতের পুঁজিবাজারে সেনসেক্স প্যাকে দিন শেষে আলট্রাটেক সিমেন্ট ৪.৭ শতাংশ বেড়েছে। এর পরে অবস্থান ছিল অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (এইচডিএফসি), ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, টাটা স্টিল এবং টেক মাহিন্দ্রাভ। অন্যদিকে, সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া ছিল দাম হ্রাস পাওয়ার দিক থেকে প্রথম দিকে অবস্থান করেছে।