শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথমবারের মতো এসএমই প্ল্যাটফর্মে লেনদেন চালু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। এরমধ্য দিয়ে নতুন ইতিহাসের রচনা করতে যাচ্ছে ডিএসই। ওই দিন নতুন ৬টি কোম্পানি নিয়ে চালু হবে এসএমই প্ল্যাটফর্ম।ডিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান  এ তথ্য জানান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই টায়ারে এসএমই প্ল্যাটফর্ম উদ্বোধন করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মাসুদুর রহমান।

ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে লেনদেন হতে যাওয়া কোম্পানিগুলো হলো- মাস্টার ফিড এগ্রোটেক, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, ওটিসি ফেরত অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি ও বেঙ্গল বিস্কুট।

২০১৯ সালের ৩০ এপ্রিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পুঁজিবাজার থেকে টাকা দিতে এই এসএমই প্লাটফর্ম চালু করে ডিএসই। সেই সময় ডিএসইর এসএমই প্লাটফর্ম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল। এ প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর লেনদেন শুরু করতে যাচ্ছে ডিএসই।

তবে গত ১০ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিয়ালকো অ্যালয় সিএসই’র এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করে। প্রথম লেনদেনের মাধ্যমে সিএসইর এসএমই প্লাটফর্ম ইতিহাস গড়ে।