শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ এবং রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মার শেয়ার দরপতনের বাজারেও দাপটের সাথে লাফ মেরেছে। আজ এক লাফে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৮.৭৬ শতাংশ। আজ কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধিতে ডিএসইতে ৮ম অবস্থানে স্থান করে নিয়েছে। কোম্পানির শেয়ার নিয়ে একটা গ্রুপ বাজারে নানা গুজব ছড়িয়ে দিয়েছে।

এ কোম্পানিটির শেয়ার ১২০ টাকা যাবে। এমন গুজব সিকিউরিটিজ হাউজে ছড়িয়ে পড়ছে। ওরিয়ন ফার্মাসিটিক্যালসের কারসাজির সাথে কোম্পানিটির মালিকপক্ষ জড়িত বলে গুজব রটছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের দাপটে ডিএসইর সূচক বেড়েছে ৪.২৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ টাকা ৪০ পয়সায়। আগেরদিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ৭৭ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৭৭ লাখ ২০ হাজার ৩৭০টি। যার বাজার মূল্য ১৪২ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা। এতে করে কোম্পানিটি আজ লেনদেনে বেক্সিমকোকে পেছনে ফেলে সবার শীর্ষে উঠে আসে।

এছাড়াও আজ কোম্পানিটির ব্লক মার্কেটেও ভালো দাপট দেখিয়েছে। আজ কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৯৫ লাখ ৭৮ হাজারটি শেয়ার। যার বাজার মূল্য ৭ কোটি ৪৬ লাখ ৪৮ হাজা্র টাকা।

গত ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর ঊর্ধ্বমুখী হয়। সেদিন কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৮ টাকা ২০ পয়সা। আজ চারদিনের মাথায় কোম্পানিটির শেয়ার দর উঠেছে ৮৪ টাকা ৪০ পয়সায়। চারদিনে দর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা বা ২৩.৭৫ শতাংশ। কোম্পানিটির মালিকানাধীন ১০০ মেঘাওয়াট করে দুটি বিদ্যুৎকেন্দ্রের আরও তিন বছর নবায়নের খবরে এর শেয়ার দরে তেজিভাব দেখা দিয়েছে।

সর্বশেষ কোম্পানিটির নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। আগের বছর আয় ছিলো ২ টাকা ৭৫ পয়সা। ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও ২১.২৪। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য রয়েছে ৭০ টাকা ৭৯ পয়সা।