শেয়ারবার্তা ২৪ ডটকম: শেয়ার কেনাবেচার করা জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আওতাভুক্ত ৫৫টি নতুন ব্রোকারেজ হাউজ বা ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব ব্রোকারেজ হাউজকে ট্রেক সনদ দেবে ডিএসই। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলোর কাছে ট্রেক সনদ হস্তান্তর করা হবে।

ট্রেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। এ সময় ডিএসইর পরিচালনা পর্ষদের সদস‌্যগণ, ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভুঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এর আগে প্রথম দফায় গত ১৮ মে ৩০টি, দ্বিতীয় দফায় ২১ জুন ২৬টি এবং তৃতীয় দফায় ৯টি ব্রোকারেজ হাউজের অনুমোদন দিয়েছে বিএসইসি।

প্রথম ধাপে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো: কবির সিকিউরিটিজ, মোনার্ক হোল্ডিংস, সোহেল সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, যমুনা ব্যাংক সিকিউরিটিজ, স্নিগ্ধা ইক্যুইটিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি, সাউথ এশিয়া সিকিউরিটজ, ট্রাইস্টার সিকিউরিটিজ, আই সিকিউরিটিজ, সোনালী সিকিউরিটিজ, কেডিএস শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, আল হারমাইন সিকিউরিটিজ,

মির সিকিউরিটিজ, টিকে শেয়ার অ্যান্ড সিকিউরিটজ, এনআরবি ব্যাংক সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, আমায়া সিকিউরিটিজ, প্রুডেন্সিয়াল ক্যাপিটাল, তাকাফুল ইসলামী সিকিউরিটিজ, বিএনবি সিকিউরিটিজ, অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ, মাহিদ সিকিউরিটজ, বারাকা সিকিউরিটিজ, এএনসি সিকিউরিটিজ, এসএফআইএল সিকিউরিটিজ, তাসিয়া সিকিউরিটিজ, ডাইনেস্টি সিকিউরিটিজ, সেলেস্টিয়াল সিকিউরিটিজ ও ট্রেড এক্স সিকিউরিটিজ।

দ্বিতীয় ধাপে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো বি রিচ, ইম্পেরোর সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেডিং, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ, এনওয়াই ট্রেডিং, কলম্বিয়া শেয়ার, এমকেএম সিকিউরিটিজ, স্মার্ট শেয়ার, বিনিময় সিকিউরিটিজ, রিলিফ এক্সচেঞ্জ, আমার সিকিউরিটিজ, ব্যাঙ জি জিও টেক্সটাইল, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ ও রহিমা ইক্যুইটি।

তৃতীয় ধাপে অনুমোদন পাওয়া ব্রোকারেজ হাউজগুলো হলো অ্যাসুরেন্স সিকিউরিটিজ অ্যান্ড ম‌্যানেজমেন্ট লিমিটেড, মেট্রিক্স সিকিউরিটিজ লিমিটেড, সিএএল সিকিউরিটিজ লিমিটেড, এসবিআই সিকিউরিটিজ লিমিটেড, উইংস ফিন লিমিটেড, ফারইস্ট শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেড, ইন্নোভা সিকিউরিটিজ লিমিটেড এবং ডিপি৭ লিমিটেড।