শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৯ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ৪০ লাখ ৫৮ হাজার ৬১৭টি শেয়ার ৭৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ৭ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ঢাকা ডাইংয়ের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ১৪ লক্ষ ৫৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ এসিআই ফর্মুলার ২ কোটি ৪ লক্ষ ৩১ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ফরচুন সুজের ১ কোটি ৩২ লক্ষ ৮৭ হাজার টাকার,

চতুর্থ সর্বোচ্চ আইডিএলসির ১ কোটি ২০ লক্ষ টাকার, পঞ্চম সর্বোচ্চ বেক্সিমকোর ১ কোটি ১৯ লক্ষ ৭৬ হাজার টাকার, ষষ্ঠ সর্বোচ্চ আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ১৮ লক্ষ ৬৩ হাজার টাকার, সপ্তম সর্বোচ্চ জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৪ লক্ষ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তাছাড়া, ফাইন ফুডসের ৮১ লক্ষ ৩৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬৬ লক্ষ ৪৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৫ লক্ষ ৩১ হাজার টাকার, মেঘনা লাইফের ৫১ লক্ষ টাকার, ইনফরমেশন টেকনোলজির ৪৮ লক্ষ ৩০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৭ লক্ষ ৮৫ হাজার টাকার, বিকন ফার্মার ৪১ লক্ষ ৪০ হাজার টাকার, আর ডি ফুডের ৪১ লক্ষ ৭ হাজার টাকার,

আমান ফিডের ৩০ লক্ষ ৩৮ হাজার টাকার, ই-জেনারেশনের ৩০ লক্ষ ৩৭ হাজার টাকার, এমারেল্ড অয়েলের ২৭ লক্ষ ২০ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ২৭ লক্ষ ১৫ হাজার টাকার, সোনালী পেপারের ২৫ লক্ষ ৮০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২৫ লক্ষ ৪৮ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ২৪ লক্ষ ৬৩ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ২৪ লক্ষ ৩৩ হাজার টাকার, মারিকোর ২২ লক্ষ ৮০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ১৭ লক্ষ টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ লক্ষ ৮৩ হাজার টাকার,

এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ডের ১২ লক্ষ ৮০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ১১ লক্ষ ৭২ হাজার টাকার, লক্ষ হাজার টাকার, ফুয়াং ফুডের ১০ লক্ষ ৯৫ হাজার টাকার, বাক্সিমকো ফার্মার ৯ লক্ষ ৯২ হাজার টাকার, মীর আক্তারের ৮ লক্ষ ৬৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৮ লক্ষ ১৩ হাজার টাকার, লঙ্কা বাংলা ফাইন্যান্সের ৭ লক্ষ ৮৮ হাজার টাকার,

ডেল্টা লাইফের ৬ লক্ষ ৮৫ হাজার টাকার, নিউ লাইনের ৬ লক্ষ ৩৪ হাজার টাকার, আমান কটনের ৬ লক্ষ ১ হাজার টাকার, নেশনাল ফিড মিলের ৫ লক্ষ ৮৭ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৫ লক্ষ ৮২ হাজার টাকার, এসইএমএলআইবিবিএল শরিয়া ফান্ডের ৫ লক্ষ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।