শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলো এক দিনের ব্যবধানে থেকে ৮৮ কোটি টাকা হারিয়ে গেছে। আজ (০৭ জুলাই) বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আজ বুধবার বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩৯টির। এর বিপরীতে বেড়েছে ১৪টির দর এবং অপরিবর্তিত রয়েছে ৫টির। আগের দিন মঙ্গলবার (০৬ জুলাই) বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৫৭টির দর বেড়েছিল এবং ১টির দর অপরিবর্তিত ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ০৭ জুলাই বস্ত্র খাতে মোটি ১৫ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার ৯৮টি শেয়ার ৪৯ হাজার ১৬১বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ২৫৪ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের কার্যদিবস ০৬ জুলাই বস্ত্র খাতে ১৯ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৭৩৪টি শেয়ার ৫৯ হাজার ৩৮৮বার হাতবদল হয়েছিল, যার বাজারমূল্য ছিল ৩৪২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ বস্ত্র খাতে লেনদেন কমেছে ৮৮ কোটি ১৪ লাখ ১১ হাজার টাকা।

আজ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির শেয়ার দর এক টাকা ১০ বা ৭.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ টাকায়। আজ এ কোম্পানির ৭ লাখ ৭৪ হাজার ৫০১টি শেয়ার ৪০২বার হাতবদল হয়, যার বাজারমুল্য এক কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।

এরপর দর বেশি দর কমেছে তাল্লু স্পিনিংয়ের। আজ এ কোম্পানির শেয়ার দর ৫০ বা ৫.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সা। এদিন কোম্পানির মোট ১৪ লাখ ৮৭ হাজার ৩৬৪টি শেয়ার ৫৭৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা।

এ খাতের দর কমার শীর্ষ ১০টির মধ্যে অন্য কোম্পানিগুলো হলো- নূরানী ডাইং, জাহিন স্পিনিং, মিথুন নিটিং, সাফকো স্পিনিং, এমএল ডাইং, রিংশাইন, ডেল্টা স্পিনার্স এবং রিজেন্ট টেক্সটাইল।

আজ বস্ত্র খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মতিন স্পিনিংয়ের। এদিন এ কোম্পানির ৩৫ লাখ ১৪ হাজার ৮৯১টি শেয়ার এক হাজার ৬০৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২১ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকা ৬০ পয়সা।

এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের। আজ এ কোম্পানির এক কোটি ৪১ লাখ ৯৫ হাজার ৮২১টি শেয়ার ২ হাজার ৪৩৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৯ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার ১৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। এদিন এ শেয়ারের দর ১৩ টাকা ৩০ পয়সা থেকে ১৩ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

এ খাতে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হলো- এমএল ডাইং, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ড্রাগন সোয়েটার, রিংশাইন, সি অ্যান্ড এ টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল এবং কাট্টলী টেক্সটাইল।