শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সম্প্রতি পুঁজিবাজারে যেসব নতুন শেয়ার লেনদেনে এসেছে, প্রায় সবগুলোই অন্তত ৪-৫ দিন দর বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। কেবল এনআরবিসি ব্যাংক ও ইনডেক্স এগ্রো সেই ধারবাহিকতা বজায় রাখতে পারেনি। দুটি শেয়ারই লেনদেনের দ্বিতীয় দিন দরপতনের তালিকায় নাম লেখিয়েছে।

তবে ইনডেক্স এগ্রো কেবল পতনের তালিকায় নাম লেখায়নি। এটি তৃতীয় দিন বিক্রেতাশুন্যও হয়ে পড়েছে। এর আগে নতুন কোন কোম্পানি এভাবে লেনদেনের তৃতীয় দিন বিক্রেতা সংকটে থেকেছে–এমন রেকর্ড নেই। ইনডেক্স এগ্রোর শেয়ার দর প্রথম দিন ৫০ শতাংশ বেড়ে উঠে ৭৫ টাকায়। কিন্তু দ্বিতীয় দিনই কোম্পানিটির শেয়ার পতনে চলে যায়। দ্বিতীয় দিন শেয়ারটির দর ২.৬০ টাকা কমে দাঁড়ায় ৭২.৪০ টাকায়।

আজ তৃতীয় দিন ইনডেক্স এগ্রোর দর ৭.১০ টাকা কমে দাঁড়ায় ৬৫.৩০ টাকায়। আজ শেয়ারটি দর কমেছে ৯.৮০ শতাংশ। আজ এটি ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষ স্থানে উঠে যায়।