শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক খাতের লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ কারণে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসে। আর গড়ে কোম্পানিটির ৪৪ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংকের ১৬৮ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১৬১ কোটি ৫০ লাখ ৪৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১৫১ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ১৪৩ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকার, আমরা নেটওয়াকর্সের ১২৭ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকার,

সিটি ব্যাংকের ১২৪ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ১১৮ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ১১১ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকার এবং ইফাদ অটোসের ৯৮ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।