phoenix insশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালকদের জরিমানা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কমিশনের নিয়মিত সভায় ফিনিক্স ইন্স্যুরেন্সের পরিচালকদের জরিমানা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে গত ১৯ এপ্রিল কোম্পানির ১৪ পরিচালককে ২ লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। পরবর্তীতে জরিমানা পুনর্বিবেচনার আবেদন করা হলে কমিশন সম্প্রতি জনপ্রতি জরিমানা অর্ধেকে অর্থাৎ ১ লাখ টাকায় নামিয়ে আনে।