apollo ispatশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাতকে সম্প্রতি সিকিউরিটিজ আইন না মানার কারণে জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মধ্যে কোম্পানিটি সেই দন্ড থেকে মুক্তি চেয়ে আবেদন করে এবং তা নাকচ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক আনসার আলী, ডিএমডি আবদুর রহমান, পরিচালক এম এ মজিদ, সোহেব এবং রফিককে ১ লাখ টাকা করে জরিমানা করে।