gp lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৮৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার (১৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্ধবার্ষীকিতে এই লভ্যাংশ ঘোষণা করেছে।আর লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ৮ আগস্ট।

এদিকে গত তিন মাসে (এপ্রিল-জুন ১৬) এ কোম্পানির ইপিএস হয়েছে ৩.৭৭ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ৩.৮০ টাকা। অর্থাৎ এই তিন মাসে গ্রামীন ফোনের ইপিএস কমেছে। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন’১৬) গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৯২ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) পরিমাণ হয়েছে ১৩.৫৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪.৭৪ টাকা।

যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ৭.৭৬ টাকা, এনওসিএফপিএস ছিল ১৪.০৩ টাকা এবং ৩০ জুন ২০১৫ পর্যন্ত এনএভিপিএস ছিল ২৪.৪৯ টাকা।