national feedশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ৪ লাখ ৮৪ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৪৫ কোটি ২৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের দর বেড়েছে ১৮ দশমিক ৩৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে এই কোম্পানির প্রতিদিন গড়ে ৪ কোটি ৮৯ লাখ ৫২ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ২৪ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের দর ১৫ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে এই কোম্পানির প্রতিদিন গড়ে ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটির ১২ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনার তালিকায় থাকা গ্রিন  ডেলটা মিউচ্যুয়াল ফান্ডে ১২ দশমিক ২৪ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ে ১১ দশমিক ৪০ শতাংশ, সাউথ ইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডে ১০ দশমিক ৫৩ শতাংশ, স্যালভো কেমিক্যালে ১০ দশমিক ২৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মাতে ১০ দশমিক ২৬ শতাংশ, তসরিফাতে ১০ দশমিক ৮ শতাংশ এবং ভেনগার্ড  এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল  ফান্ডে ৯ দশমিক ৮৯ শতাংশ দর বেড়েছে।