dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ প্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সুচকের পতনের মাদ্যমে লেনদেন রেশষ হয়েছে। পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে। আজ ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ৭ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট।

আজ উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ২১৬ কোটি ৯১ লাথ টাকা। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৩৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২১ কোটি ৪৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৫৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২০৯ কোটি ১২ লাখ টাকা।

আজ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০ পয়েন্টে এবং ৪ দশমিক ৯৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আমান ফিড, কাশেম ড্রাইসেল, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, ডোরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার।

অন্যদিকে আজ সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৭ কোটি ৭৯ লাখ টাকার বেশি।

আজ সিএসই’রর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৮ হাজার ২২৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৭ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৫১২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৫ পয়েন্ট কমে ৯৯৮ পয়েন্টে ও সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ২৩ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১২২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট,  অলিম্পিক অ্যাক্সেসরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডোরিন পাওয়ার, কাশেম ড্রাইসেল, জিপিএইচ ইস্পাত, শাহজিবাজার পাওয়ার এবং বিএসআরএম লিমিটেড।